স্বশব্দ কী?

স্বশব্দ ডট কম একটি জ্ঞান ভিত্তিক ও তথ্য সমৃদ্ধ ওয়েবসাইট। এখানে প্রাণ, প্রকৃতি, গান, সাহিত্য ও ইতিহাস নির্ভর লেখা প্রকাশ করা হয়। এখানে চাইলে আপনিও লিখতে পারবেন। আপনার লেখা পাঠানোর জন্য এখানে যোগাযোগ করুন। আমরা চাই প্রাণ প্রকৃতি নিয়ে অনেক কাজ হোক। সবার মধ্যে সচেতনতা ছড়িয়ে পড়ুক পরিবেশ রক্ষায়। অন্ধকার দূর হয়ে আলো আসুক। তাই আমাদের স্লোগান - স্বশব্দ - শব্দে শব্দে আলো ছড়াই। স্বশব্দ সম্পাদক - সৈয়দ মিজানুর রহমান।