কোন এক চৈতালী সন্ধ্যায়
ফিরে এসো, স্তূপাকার ধানের
থেকে জমানো সহজ ঘ্রাণের
মোহমাখা খড়খড়ে বারান্দায়....
ফিরে এসো আলপথ ধরে
কাঁচা ঘাসের জমানো চুম্বন
বৈকালিক রোদে শামুকের ঘুম বন
নিশ্চুপ হয়ে আসে ধীরে...
তিরতির জল ছুঁয়ে ডাহুক, ঢোঁড়া সাপ
আর হাঁসেদের হাঁকডাক, তৈতৈ
ফিরে এসো মেঠো ঘুম, হৈচৈ
আর নিরালা মাটির ঘ্রাণে চুপচাপ।
সফেদ ধ্যানী বকের চোখের মতো স্থির
এখানে, ঠিক এখানে বসো এসে,
গুটিসুটি হয়ে আমার পাশে
শান্ত হয়ে এসো, কোমল আর ধীর...
সৈয়দ মিজান | আন্তঃনগর প্রেম