কোনবা রঙ্গে বাইন্ধ্যাছ ঘরখানা
মিছা দুনিয়ার মাঝে গো সাঁইজী।।
তোর হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি
(আছে) বন্ধে বন্ধে জোড়া
তাহার মধ্যে মনুরার পাখী
পাখী ছুটিলে না দেয় ধরা।।
ও তোর প্রথম কাল গেল হাসিতে খেলিতে
যৈবন কাল গেল রসে
ও তোর বৃদ্ধ না কাল গেল ভাবিতে চিন্তিতে
গুরু ভজিবা কোন কালে।।
ও তোর দন্ত পড়িবে চুল পাকিবে
যৈবন লাইগা যাবে ভাটি
ও তোর দিন আর দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি।।
মালির বাগিচায় ফুল ফুইটাছে
(সে ফুলে) ভোমরা গুণ গুণ গুণ করে
তুমি সুজন চিনিয়া করিও পিরীতি
(যে জন) মরিলে বাঁচাইতে পারে।।
এক তালা দুই তালা তিন তলা চার তলা,
সদর তলায় বাতি জ্বলে।।
সাধক নীলকন্ঠ কয় গুরু না ভজিলে।।
কি হবে নিদান কালে গো সাঁইজি, কোন বা রঙ্গে
কোন রঙ্গে বাইন্ধ্যাছ ঘরখানা
ধারা: মুর্শিদী / দেহতত্ত্ব
কথা : নীলকণ্ঠ মুখোপাধ্যায়
সুর : কানাইলাল শীল
মূলশিল্পী: প্রতিমা বড়ুয়া পান্ডে/আব্বাসউদ্দীন আহমদ