দিনে দিনে খসিয়া পড়িবে
কোনবা রঙ্গে বাইন্ধ্যাছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গো সাঁইজী।। তোর হাড়ের ঘরখানি চামড়ার ছাউনি (আছে) বন্ধে বন্ধে জোড়া তাহার মধ্যে মনুরার পাখী পাখী ছুটিলে না দেয় ধরা।। ও তোর প্রথম কাল গেল হাসিতে খেলিতে যৈবন কাল গেল রসে ও তোর বৃদ্ধ না কাল গেল ভাবি…