চোখ জুড়ানো অঞ্জন ফুল
বাহারি রঙের চমৎকার একটি ফুল অঞ্জন। চোখ ধাঁধানো নীল রঙের জন্য অনেকেই এই ফুলকে নীলাঞ্জন বলেও ডাকেন। গাছের ডালে এই ফুল দেখতে যেমন সুন্দর তেমনই সবুজ ঘাসের উপর ঝরে পড়া ফুল যেন নীল রঙের চাদর বিছিয়ে রাখে। এই দৃশ্যও অত্যন্ত নজরকাড়া। তবে অঞ্জন ফুলকে পুরো…