রইস মনরম - এর হাইকু

 


বৃক্ষ বুকের হাইকু 


১. বৃষ্টিতে ভেজা

কী মজা! জানে বৃক্ষ;

চলো বৃক্ষ হই।

 

২. ফুটেছে কদম,

প্রেমের প্রথম শিহরণ

বর্ষার প্রথম ফুল।

 

৩. বৃক্ষ আর পাখি

প্রাণের উত্‍সবে ডাকি;

বন্ধু চির দিন।

 

৪. বৃক্ষ নিশ্চুপ

নদীজলে দেখছে

আপন রূপ।

 

৫. পুড়ছে বৃক্ষ

ঝরাবেই আকাশ

আগুন বৃষ্টি।

 

৬. এই নীল গ্রহটি

সত্যই কি ঢেকে যাবে

বাদামি মেঘে!

 

৭. ফিরে যাবে কি

আলো উষ্ণতা সূর্যের?

চুমোয় ঠেকাও বিষ।

 

৮. মরা ডালে এক

নিঃসঙ্গ পাখি চুপচাপ!

এ সভ্যতার পাপ।

 

৯. বাঁচাও বন,

পাখির সাথে বাঁধো

রাখি বন্ধন।

 

১০. বৃক্ষের হাতে

হাত দাঁড়াও মানুষ;

বাঁচাও পৃথিবী।

Previous Post Next Post