কবিতা: তোমায় কি আর চেয়ে পাওয়া যায়

 


 

তোমায় কি আর চেয়ে পাওয়া যায়
ইমাম হোসেন মুবিন



তোমায় চাইতে গেলেই দুঃখ আসে,
দুঃখ এলেই বুঝতে পারি, তোমায় চেয়ে পাওয়া যায় না।
তোমাকে বুকের ভেতর লালন করতে হয়।

তোমায় লালন করতে গিয়ে সহ্য করতে হয় সীমাহীন যন্ত্রণা,
যন্ত্রণা পেলেই অনুভূত হয়, লালন করার আগে আত্মায় তোমাকে ধারণ করতে হয়।

তোমাকে আত্মায় ধরে রাখতে গেলেই ট্যের পাওয়া যায়—
যে তোমাকে খুঁজে বেড়িয়েছি এখানে-ওখানে, সে তুমি চিরদিন সেখানেই আছো, যেখানে তোমার বাস।

তাই তোমাকে চাইতে গেলেই দুঃখ আসে,
আর দুঃখ এলেই বুঝতে পারি, তোমায় চেয়ে পাওয়া যায় না।

Previous Post Next Post