কবিতা: তোমায় কি আর চেয়ে পাওয়া যায়
তোমায় কি আর চেয়ে পাওয়া যায় ইমাম হোসেন মুবিন তোমায় চাইতে গেলেই দুঃখ আসে, দুঃখ এলেই বুঝতে পারি, তোমায় চেয়ে পাওয়া যায় না। তোমাকে বুকের ভেতর লালন করতে হয়। তোমায় লালন করতে গিয়ে সহ্য করতে হয় সীমাহীন যন্ত্রণা, যন্ত্রণা পেলেই অনুভূত হয়, লালন করার আগে আ…